ঝিনাইদহে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে। গতকাল রোববার ভোরে জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শৈলকূপা উপজেলায় ৪, হরিণাকুণ্ডুতে ১ ও কোটচাঁদপুর উপজেলায় ১ জামায়াত নেতাকর্মী রয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।