জীবননগর কুলতলায় নকল বীজ কারখানা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কুলতলা গ্রামে নকল বীজ উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার অভিযান চালালে নকল বীজ উৎপাদনের হোতা কুলতলা গ্রামের ফারুক হোসেন তার স্ত্রী ও ছেলে নিয়ে পালিয়ে যায়।

থানাসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কুলতলা গ্রামের ফারুক হোসেন দীর্ঘদিন তার বাড়িতে নামি-দামি কোম্পানির প্যাকেট সংগ্রহ করে তাতে নকল বীজ ভরে বাজারে বিক্রি করে চাষিদের সাথে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ তার বাড়ি থেকে ৩ বস্তা মসুরীর বীজ, মিনিস্টার কোম্পানির মসুরীর বীজের মোড়ক ও বীজ প্যাকেটজাতকরণ যন্ত্রপাতি জব্দ করে। অভিযানকালে অভিযুক্ত ফারুক হোসেন তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে যায়। অভিযানকারী পুলিশ কর্মকর্তা এসআই আবুল হাশেম জানান, এ ব্যপারে ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।