জীবননগরে হাজি হেসাবুদ্দীন স্মরণে শোকসভা

জীবননগর ব্যুরো: জীবননগরের সমাজসেবক হাজি হেসাবুদ্দীন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাসস্ট্যান্ড চত্বরের বটতলায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচ ও শিঁকড় ৮৮ সমবায় সমিতি যৌথভাবে এ শোকসভার আয়োজন করে।

এসএসসি ৮৮ ব্যাচের কনভেনার সাংবাদিক এমআর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় মরহুম হাজি হেসাবুদ্দীনের সমাজসেবামলূক কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রফি, শিক্ষক সালাউদ্দীন কাজল ও মরহুমের কনিষ্ঠ ছেলে শাহ আলম শরিফুল ইসলাম। আব্দুস সালাম ইশার পরিচালনায় শোকসভায় প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, কাজী সামসুর রহমান চঞ্চল, আড়তদার সমিতির সভাপতি হাজি ফজলুর রহমান, ব্যবসায়ী জাফর আলী, খায়রুল বাসার শিপলু, শরিফুল ইসলাম, এসএসসি ৮৮ ব্যাচের ইকতিয়ার উদ্দিন, ইকবাল উদ্দিন একরাম, প্রভাষক সাজ্জাদ হোসেন, প্রভাষক আক্তার হোসেন, সহিদুল ইসলাম সহিদ, মশিয়ার রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, আবু বকর বাক্কা, মোমিন উদ্দিন ও শফিকুল ইসলাম শফি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জীবননগর আলিম মাদরাসার ইমাম মাও. আব্দুল খালেক শোকসভায় বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।