স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পশু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ আলতাফ হোসেন টুলু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আলতাফ হোসেন টুলু তাসলিমা ফার্মেসির মালিক ও শৈলকুপার মনোহরপুর গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক এমদাদ হোসেন জানান, আলতাফ হোসেন টুলু জালটাকার ব্যবসা করেন। এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ তার ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় তার দোকানে একটি ব্যাগ থেকে ৫৮টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। এদিকে আলতাফ হোসেন টুলুর স্বজনরা অভিযোগ করেছেন, দুপুরে অচেনা এক ব্যক্তি তার দোকানে ওষুধ কিনতে আসে। ওষধু রেখে লোকটি ঘুরে আসি বলে বাইরে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ এসে ওই ব্যাগেই জালটাকা পায়। ব্যাগটি আলতাফ হোসেন টুলুর নয়। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি এমএ হাসেম খান জানান, জালটাকা উদ্ধার হয়েছে। টাকার আসল মালিককে তা তদন্ত করে দেখা হচ্ছে।