দামুড়হুদার হাউলী ইউনিয়ন পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন

???????????????????????????????

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার হাউলী ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দামুড়হুদা মডেল থানার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, দামুড়হুদা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, আপনার ছেলে-মেয়ে কোথায় কী করছে, কাদের সাথে আড্ডা দিচ্ছে এবং সন্ধ্যার পর বাড়ি ফিরলো কি-না তা প্রতিদিন খোঁজ নিন। সন্তানের অসঙ্গতিপূর্ণ আচরণের দিকে খেয়াল রাখুন। আপনার একটু অসাবধানতাই আপনার সন্তান বিপথগামী হতে পারে। নিজের বাড়িতেই সুষ্ঠু ও সুন্দর সামাজিক পরিবেশ সৃষ্টি করুন। যা দেশের উন্নয়ন কাজে সহায়ক হবে। আপনাদের বাড়ির আশপাশে কারা মাদক বেচা-কেনা করে, কারা সেবন করে তাদের চিহ্নিত করে পুলিশে খবর দিন এবং ঐক্যবদ্ধভাবে তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। আইন নিজেদের হাতে তুলে নেবেন না। মনে রাখতে হবে রাষ্ট্র বিচার করার দায়িত্ব পুলিশিং কমিটি বা পুলিশকে দেয়নি। মামলা করলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। মামলাকে কেন্দ্র করে অনেকেই অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে। সে কারণে মামলা এড়াতে সামাজিক দায়বদ্ধতার বিশেষ প্রয়োজন। সার্বজনীন সামাজিক সমস্যাগুলো যেন রাজনৈতিক ঘেরাটোপে পড়ে আরো ধ্বংস না হয় সেদিকে দৃষ্টি রাখুন। মনে রাখতে হবে এ রাষ্ট্র শুধু পুলিশের একার নয়, আপনার-আমার সকলের। তিনি আরো বলেন, রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এ জন্য আমাদের সহযোগিতা করতেই হবে। মুক্ত আলোচনায় কমিউনিটি পুলিশিং সমাবেশে নারী-পুরুষ নির্যাতন, মাদকদ্রব্য নির্মূল, ইভটিজিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কবির হোসেন মাতুব্বর।