মেহেরপুর আমঝুপিতে ভার্র্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক

আমঝুপি প্রতিনিধি: জৈব সার হিসেবে বিশেষভাবে বর্তমানে প্রচলিত ও পরিচিত কেঁচো সার ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়রুল আবরার।

গতকাল দুপুর ১২টার দিকে উদ্বুদ্ধকরণ ভ্রমণের অংশ হিসেবে আমঝুপি নীলকুঠি সংলগ্ন মহিলা উদ্যোক্তা টিআর এগ্রো কোম্পানি লিমিটেড কর্তৃক স্থাপিত এই ভার্মি কম্পোস্ট কেচোঁ সার উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, টিআর এগ্রো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস রুনাসহ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও উপজেলা পর্যায়ের কৃষিবিদগণ উপস্থিত ছিলেন।

বর্তমানে ভার্মি কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধিসহ ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে কৃষিবিদগণ জানিয়েছেন।