ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

????????????????????????????????????

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবির) চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা কার্যালয় থেকে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালির আয়োজন করা হয়। দিবসের প্রতিপাদ্য বিষয় Build Skill Bangladesh. অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস ও চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা আইডিইবি জেলা কার্যালয়ের সামনে শেষ হয়। ৱ্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির সভাপতি মো. রেজা হোসেন জোয়ার্দ্দার বাবু। সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাজী রফিকুল হক। উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী এলজিইডি চুয়াডাঙ্গা সদর মো. রোকনুজ্জামান, অধ্যক্ষ টিসিসি মো. আবুল হাসেম, সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কমিটি মো. ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার তরুন। সভা পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির সহসভাপতি মো. আব্দুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি।