মানবপাচার মামলায় আলমডাঙ্গার জাঁহাপুর গ্রাম থেকে প্রবাসী আদম ব্যবসায়ীর স্ত্রী ও পিতা আটক

??????????

 

আলমডাঙ্গা ব্যুরো: মানবপাচার মামলার আসামি হিসেবে গতকাল পুলিশ আলমডাঙ্গার জাঁহাপুর গ্রাম থেকে এক প্রবাসী আদম ব্যবসায়ির স্ত্রী ও পিতাকে আটক করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে মিতুল বিশ্বাস কাতার প্রবাসী। তিনি গত বছর জেহালা গ্রামের মৃত শের আলীর ছেলে সেলিম ওরফে টগরের নিকট থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে তাকে কাতারে নিয়ে যান। কাতারে ৪৫ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সেলিম ওরফে টগরকে কাতারে নিয়ে মাত্র বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার টাকা বেতনের চাকরি দেয়া হয়। এতো স্বল্প বেতনে চাকরি করতে অস্বীকৃতি জানালে সেলিমকে প্রবাসী আদম ব্যবসায়ী মিতুল তাকে সেখান থেকে নিয়ে দীর্ঘ ৩ মাস আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে। সেলিম কৌশলে পালিয়ে কাতার পুলিশের নিকট আত্মসমর্পণ করলে পুলিশ তাকে দেশে পাঠিয়ে দেয়। সেলিম আরও অভিযোগ করেছে, প্রথমে মিতুলের সাথে ২ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি থাকলেও সে বিভিন্ন অজুহাতে ৩ লাখ ৬০ হাজার টাকা আদায় করে। দেশে ফিরে সেলিম টাকা ফেরত নিতে মিতুলের বাড়িতে গেলে তাকে নানাভাবে অপদস্থ ও হুমকি দেয় মিতুলের স্ত্রী ও তার পিতা। এ ঘটনায় সেলিম আলমডাঙ্গা থানায় মানবপাচার আইনে এজাহার দায়ের করেন। দায়েরকৃত এজাহারের ভিত্তিত্তে আলমডাঙ্গা থানার এসআই আফজাল হোসেন এজাহারভূক্ত আসামি প্রবাসী আদম ব্যবসায়ী মিতুলের স্ত্রী বৃষ্টি খাতুন ও মিতুলের পিতা আব্দুল খালেককে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।