জীবননগর বৈদ্যনাথপুরে নিহত ৪ নির্মাণশ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে নির্মাণাধীন পায়খানার সেপটিক ট্যাঙ্কির ভেতর হতে সার্টারিঙের কাঠ খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণকৃত ৪ নির্মাণ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রতিশ্রুতি মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও নুরুল হাফিজ মৃত্যুবরণকৃত ৪ নির্মাণ শ্রমিকের স্ত্রীর হাতে নগদ টাকা তুলে দেন।

অনুদান প্রদানকালে জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সহসম্পাদক জাহিদ বাবু ও দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এমআরবাবু এ সময় উপস্থিত ছিলেন। মৃত্যুবরণকৃত ৪ শ্রমিকের মধ্যে গঙ্গাদাসপুরের জুয়েলের পক্ষে তার স্ত্রী রমেলা খাতুন, বৈদ্যনাথপুরের জালাল উদ্দিনের পক্ষে তার স্ত্রী ডলি খাতুন, আবুল হাশেমের পক্ষে তার স্ত্রী হাওয়া খাতুন ও সুজনের পক্ষে তার স্ত্রী নুরুন নাহার এ অনুদান গ্রহণ করেন। উল্লেখ্য বৈদ্যনাথপুরের ইঞ্জিনিয়ার রুস্তম আলীর নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কির মধ্যে নেমে অক্সিজেনের অভাবে ৪ শ্রমিক গত ২৮ অক্টোবর মৃত্যুবরণ করে। এ সময় প্রশাসনের পক্ষে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে প্রশাসনের পক্ষে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার কথা ঘোষণা করেন।