জীবননগর দেহাটিতে বিয়ের আগেই মা : সন্তানের স্বীকৃতি দাবি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামের কুমারী ইসমত আরা (১৯) এখন এক কন্যাসন্তানের জননী। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেয়। প্রতিবেশী চাচা রাসেল মুন্সির কূকর্মে কুমারী অবস্থায় মা হয়েছেন বলে অভিযোগ তার পরিবারের। রাসেল মুন্সি বিষয়টি অস্বীকার করলে সন্তানের পিতার পরিচয় নিয়ে অথই সাগরে পড়েছেন দরিদ্র পরিবারের মেয়ে ইসমত আরা। ইসমত আরা ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

জানা গেছে, জীবননগর দেহাটির আক্কাস আলীর ছেলে মিশুকচালক রাসেল মুন্সির বাড়িতে কাজকর্ম করতো একই গ্রামের ইসমত আরা। রাসেল মুন্সির কূদৃষ্টি পড়ে ইসমত আরা দিকে। তার দারিদ্রতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে দেহভোগ করে রাসেল মুন্সি। কিন্তু বিয়ে না করলেও ইসমত আরার গর্ভে সন্তান এলে বিষয়টি জানাজানি হয়। তখন থেকেই বিয়ের জন্য চাপ দিয়ে আসছে ইসমত আরার পরিবার। কিন্তু প্রভাবশালী রাসেল মুন্সি ও তার পরিবার ইসমত আরাকে বিভিন্ন অপবাদ দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার অপচেষ্টা করে। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিস হলেও সমাধানে আসতে ব্যর্থ হন সমাজপতিরা। এক পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এলে মঙ্গলবার রাতে ইসমত আরাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকালে সে একটি কন্যাসন্তান প্রসব করে। সন্তানের পিতৃ পরিচয় আদায়ে মানবাধিকার সংগঠন ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ইসমত আরা ও তার অসহায় পরিবার।