চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সিভিল সার্জনের অফিসকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য পুষ্টি বিভাগ ইউনিসেফের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জেলার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আতাউর রহমান, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ রানা ও ইপিআই সুপার মো. আশরাফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক।

কর্মশালায় জানানো হয়, জেলায় আগামী ১৪ নভেম্বর ৯৬৯ কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯৭৩ শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৭ হাজার ৪১৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল বছরে দু বার খাওয়ানো হয়। গত ২৫ এপ্রিল খাওয়ানো হয়েছিলো। আগামী ১৪ নভেম্বর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যেশ্য হচ্ছে শিশুদের রাতকনা রোগ না হওয়া। এছাড়া পুষ্টিবার্তা পৌঁছে দেয়া হচ্ছে। ৬ মাস বয়সী শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। ভিটামিন এ প্লাস খাওয়ালে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভরা পেটে খাওয়াতে হবে।

এ বিষয়ে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য সহকার কামরুল হাসান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী। বিশেষ অতিথি ছিলেন হারদী হাসপাতালের সহকারী উপপরিদর্শক মুনছুর আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক বজলুর রহমান, শাহনাজ খাতুন, সৈয়দা নাজমা জামান প্রমুখ।