জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পাইন দিবস পালনে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা

মেহেরপুর অফিস: জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পাইন দিবস পালন উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশনসভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মজিবুল হক। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, ওয়াজেদুল হক জেদু, মাজেদুল হক মানিক, রাশেদুল ইসলাম, ইপিআই সুপারেন্টেন্ড আব্দুস সালাম প্রমুখ।

আগামি ১৪ নভেম্বর জেলার মোট ৬৩ হাজার ৩৭১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৭ হাজার ৯৯৩ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৫৫ হাজার ৩৭৮ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৪৯০ কেন্দ্রে এক হাজার ৪৭০ স্বেচ্ছাসেবকের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।