চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের ইন্তেকাল : রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

VLUU L100, M100 / Samsung L100, M100

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র গ্রামের মৃত আ. রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ওরফে দেলবার ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি……রাজেউন)। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়মাঠে দেলোয়ার হোসেন ওরফে দেলবারের (৮৫) কফিনে পুষ্পমাল্য অর্পণ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। তিনি বলেন, দেশের মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলো লাল সবুজের পতাকা। তারা আমাদের গর্বিত সন্তান। তাদের এ ত্যাগের ফলে আমরা আজ স্বাধীনতা পেয়েছি, মায়ের ভাষায় কথা বলতে পারছি। তাদের এ আত্মত্যাগের কথা কখনো ভোলার নয়। তাদের পরিবারের সকল সদস্যকে দেখে রাখার দায়িত্ব আমাদের সকলের। আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু হোসেন, উপজেলা ইউনিট কমান্ডার আ. শুকুর বাঙালী, চুয়াডাঙ্গা সদর থানার এসআই সাইদুর রহমান, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ও উদীচীর আ. ছাত্তার। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান প্রমুখ। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের অনুমতি নিয়ে গার্ড অব অনার প্রদান করেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ বাহিনীর একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে বালিকা বিদ্যালয়মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গত পরশু রোববার সন্ধ্যা ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।