মাথাভাঙ্গা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে (পৌরসভা নির্বাচন) সরকারকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেবে না বিএনপি। একই সাথে সংলাপের জন্য বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া না দিলেও দলটির পক্ষ থেকে এ আহ্বান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, যদিও দলীয় প্রতীকে এ নির্বাচনের বিষয়ে জোর আপত্তি রয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও চলতি বছরের তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। ওই নির্বাচনে অংশ নেয়ার যৌক্তিকতা তুলে ধরে এপ্রিলে বিএনপিপ্রধান খালেদা জিয়া বলেছিলেন, আমরা শুধু জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি করেছি। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের ওই দাবি নেই।
১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সব ষড়যন্ত্র রুখে দিতে। ওই দিন সৈনিক-জনতা সেনাবাহিনীর একটি অংশের হাতে বন্দিদশা থেকে মুক্ত করেন তাদের তৎকালীন প্রিয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই দিন থেকে দিনটিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সকালে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য এম জেনারেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, রেজাউল করিম মুকুট, নাজমুস সালেহীন লিটন, অ্যাড. মঈনুল হোসেন, রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আরিফুজ্জামান পিন্টু, আক্তারুজ্জামান, ফারুক হোসেন, শফিকুল কবির জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুজ্জামান সিজার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, খ. ম. ইউসুফ প্রমুখ। বক্তাগণ ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগনের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে দেশবাসিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অপর দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফিরোজ রোডস্থ জেলা বিএনপির নতুন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনকি সম্পাদক টিটন মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাজাহান খান, রাজিব খান, সদস্য সুমন, মুক্ত, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল রানা, ১নং ওয়ার্ড যুগ্মসাধারণ সম্পাদক লিটু, সাংগঠনকি সম্পাদক জাহাঙ্গীর, সহসভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানিক জোয়ার্দ্দার, শাহিন। আরো উপস্থিত ছিলেন আরশেদ আলী কালু, কামরুজ্জামান বাবলুসহ পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মৎসজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি দু গ্রুপই পৃথকভাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে। গতকাল শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে বিএনপির দু গ্রপই নিজস্ব অফিসে আলোচনাসভা করে। হাইরোডস্থ অফিসে উপজেলা বিএনপির সভাপতি হাজি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সর্দার আলী হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সিদ্দিকী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন রেজা মল্লিক মিল্টন, সহসাধারণ সম্পাদক আলম শাহ, কামরুজ্জামান বকুল, আব্দুল মালেক প্রমুখ।
অন্যদিকে, হাজিমোড়স্থ অফিসে বিএনপি অপরাংশের পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, বিএনপি নেতা মহিউদ্দিন, রেজাউল করীম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাগরিবুর রহমান, ওহিদুল ইসলাম, বাবু, ফারুক হোসেন, বাকি বিল্লাহ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে জীবননগর পৌর বিএনপি আলোচনাসভার আয়োজন করে। উপজেলা বিএনপি সভাপতি মো. আক্তারুজ্জামান আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সকালে শহরের পৌর কিন্ডার গার্টেনে পৌর বিএনপি সভাপতি শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক বদরউদ্দিন বাদল, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, রায়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এ সময় বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা আব্দুর রশিদ, শফিউদ্দিন, পৌর কাউন্সিলর নবী শাহ, আহাম্মদ আলী, বকুল, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, আরিফুজ্জামান আরিফ, ময়েন উদ্দিন ময়েন, মিনাজুল ইসলাম, আলতাফ হোসেন, মো. সোনা, সরোয়ার হোসেন, পৌর যুবদল নেতা আব্দুল আলিম, মিনার হোসেন, আজমত আলী, ইউনুছ আলী, ইক্তাজুল ইসলাম, আব্দুল হামিদ, বল্টু ও উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সুমন, মামুন, পৌর ছাত্রদল নেতা এখলাছুর রহমান রাসেল আনোয়ার হোসেন, কিরণ প্রখুম এ সময় উপস্থিত ছিলেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সদরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাইদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দর্শনা অফিস জানিয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দর্শনায় পৃথকভাবে পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। বিকালে দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর বিএনপির যৌথ আয়োজনে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ। আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, বিএনপি নেতা আ. রব, আশরাফুল হক, রহমত আলী, ফজলুল হক, রফিকুল ইসলাম, আ. গণি, নাফিজ আক্তার, মোখলেসুর রহমান, হেলাল উদ্দিন, আ. হাই, নুরুল ইসলাম, শহিদুল মোল্লা, নাসির উদ্দিন খেদু, মহিদুল ইসলাম মহিদ, সোহেল তরফদার, নজির আহম্মেদ, ফরিদ, জাফিরুল, মালেক, আজিজুল প্রমুখ। সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিতসভার সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। আলোচনা করেন, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা আ. মোমিন, আ. হান্নান, নুরু মিয়া, রেজাউল ইসলাম, মিরাজ, পিয়ার, লুতফর, সেলিম, মোমিনুল, তোতা, যুবদল নেতা মনিরুল, রুহিন, হাসমত প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জামান মনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কটুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর অভিধানে অন্য কোনো শব্দ নেই। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে জুলুমবাজ এ হাসিনা সরকারকে গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।