দর্শনা অফিস: দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর প্রয়াত আ. রহমান ডাবি ও পৌরসভার সাবেক হিসাব রক্ষক আ. রহিম বেলার স্মৃতিতে দর্শনা মেমনগর ফুটবল মাঠে আয়োজন করা হয় বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট। রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে মেমনগর স্কুলমাঠে এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকালে। এ ম্যাচে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে হারিয়ে কেরুজ বয়েজ ক্লাব জিতেছে। খেলা পরিচালনা করেন, ইকতিয়ার হোসেন। ধারাভাষ্য দেন, সাংবাদিক হানিফ মণ্ডল, শামীম খান ও হাসান মাস্টার। অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কেরুজ সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, সাবেক জাতীয় ফুটবলার গিয়াসউদ্দিন পিনা, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আ. রফিক কাবি, হাতেম মণ্ডল, পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, রফিকুল আলম, সাংবাদিক আজাদ হোসেন, খন্দকার জহিরুল ইসলাম, ক্লাবের সভাপতি আবু ফয়সাল, সাধারণ সম্পাদক নিপুন, আশরাফুল ও রেজাউল ইসলাম।।