মাথাভাঙ্গা মনিটর: নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে পাহাড় প্রমাণ ৫০৩ রানের লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবায় কেন উইলিয়ামসনের অসাধারণ এক শতকের পরও ফলো অন এড়াতে পারেনি নিউ জিল্যান্ড। তবে সফরকারীদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জো বার্নস আর ডেভিড ওয়ার্নারের শতকে ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা ৯ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী অ্যাডাম ভোজেসের রান ১। আগের দিনের ৫ উইকেটে ১৫৭ রান নিয়ে শনিবার খেলা শুরু করে নিউ জিল্যান্ড। উইলিয়ামসন অসাধারণ এক ইনিংস খেলে দলকে চূড়ান্ত বিপদ থেকে টেনে তোলেন। ৫৫ রান নিয়ে ব্যাট করতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান ১৪০ রান করে আউট হন। ১৭৮ বলের ইনিংসটি ২৪টি চারে সাজান তিনি। উইলিয়ামসনের আউটেই শেষ হয় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস। অলআউট হওয়ার আগে ৩১৭ রান তোলে তারা। ৫৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার মিচেল স্টার্ক। ১০৫ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল জনসন। উইকেটে ৫৫৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান অনেকটা ওয়ানডে মেজাজেই খেলেন। ১২৩ বলে ১৩টি চার ও ৪টি ছয়ে ১২৯ রান করেন বার্নস। ৬ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ার মিলিয়ে বার্নসের এটা প্রথম শতক। ১১৩ বলে ওয়ার্নারের ১১৬ রানের ইনিংসটি সাজানো ৮টি চার ও ২টি ছয়ে। উদ্বোধনী জুটিতে ৩৭.৪ ওভারে ৬.২৯ গড়ে ২৩৭ রান তোলেন বার্নস-ওয়ার্নার।এ দুজনের আউটের পর দ্রুত আরও দুটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৮ রান করা স্বাগতিক দলের অধিনায়ক স্টিভেন স্মিথ দ্বিতীয় ইনিংসে আউট হন ১ রান করে। আর মিচেল মার্শ করেন ২ রান।নিউ জিল্যান্ডের অফস্পিনার মার্ক ক্রেইগ ৭৮ রান দিয়ে ৩ উইকেট নেন। অপর উইকেটটি পান ট্রেন্ট বোল্ট।