কলাবাড়ি-রামনগর ফুটবলে ছোটবলদিয়া জয়ী
খাদিমপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি-রামনগর ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে ছোটবলদিয়া একাদশের ৩-১ গোলে জয়লাভ। গতকাল বিকেল ৪টার দিকে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়মাঠে ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ছোটবলদিয়া একাদশ ও মজলিশপুর একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে মধ্যে ছোটবলদিয়া একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান, ডা. আফছার উদ্দিন কলেজের প্রিন্সিপাল মাহাবুল ইসলাম সেলিম, গোলজার হোসেন, সামসুল ইসলাম, খুরশিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা রফীকুল্লাহ, হাসানুজ্জামান সজীব, মোসাদ্দেক হোসেন বাবু, সাইদুর রহমান লিপু, মাহমুদুল হাসান শিপন, সাংবাদিক শামীম রেজা প্রমুখ।
দামুড়হুদার চন্দ্রবাস ফুটবলে জগন্নাথপুর একাদশ জয়ী
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস ফুটবল টুর্নামেন্টে জগন্নাথপুর ফুটবল একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার চন্দ্রবাস ভৈরবপাড়া ফুটবলমাঠে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর ফুটবল একাদশ ২-১ গোলে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম, নয়ন ও আজিজুল।
দামুড়হুদা জয়রামপুরে মহিউদ্দিন স্মৃতি ফুটবলে রঘুনাথপুর চ্যাম্পিয়ন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে জয়রামপুর মিতলী সংঘের আয়োজনে রঘুনাথপুর ফুটবল একাদশ ও জয়রামপুর মালিথাপাড়া ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রঘুনাথপুর ফুটবল একাদশ ১-০ গোলে জয়রাপুর মালিথাপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান, তিতুয়ার রহমান ও তরিকুল ইসলাম আলো। খেলা শেষে জয়রামপুর মিতলী সংঘের আহ্বায়ক হাউলী ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আবু জাফর পিনা, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি পিয়ার আলী, হাউলী ইউনয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মোহাম্মদ, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব আলী স্বপন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আজম্মেদ রিংকু, আ.লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, আবুল হোসেন, আ. রহমান, তাহাজ উদ্দিন, আমিন উদ্দিন বেল্টু, খোকন, জসিম উদ্দিন চকলা, ইউপি সদস্য শাহজামাল, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা আ. মালেক ভূইয়া, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হাতেম আলী, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আকরামুল, রায়হান, রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিফতাহ্ উদ্দিন।