টেস্ট থেকে হঠাৎ অবসরে শোয়েব মালিক

মাথাভাঙ্গা মনিটর: পাঁচ বছর টেস্ট ক্রিকেটে ফিরে ক্যারিয়ার সেরা ব্যাটিং আর বোলিঙের পর আরেকটি চমক দেখালেন শোয়েব মালিক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাস টাটকা থাকতেই বড় পরিসরের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এ অলরাউন্ডার। সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে মালিক জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে শারজাহতে এ টেস্টই তার ক্যারিয়ারের শেষ। পরিবারকে সময় দিতে এবং ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মালিক সবাইকে হতবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন। আর এর জন্য এটাই সঠিক সময় বলে জানান তিনি। ফলে পাঁচ বছর টেস্ট ক্রিকেটের বাইরে থাকার পর ফিরে এসে মাত্র তিনটি টেস্টই খেললেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়ে মালিক বলেন, আমাদের কিছু উঠতি তারকা আছে এবং এখন সরে যাওয়ার সময়। পরিবার সবার আগে। আমি ২০১৯ বিশ্বকাপে মনোযোগ দিতে চাই। দীর্ঘ দিন বাইরে থাকার পর মালিকের টেস্টে ফেরাটাও ছিলো বেশ নাটকীয়। এই সিরিজের আগে ২০১০ সালের আগস্টে শেষ টেস্ট খেলা মালিক গত অক্টোবরে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে চোট আক্রান্ত আজহার আলীর পরিবর্তে জায়গা পান। আর ফিরেই তিন নম্বরে ব্যাট করতে নেমে খেলেন ২৪৫ রানের ইনিংস। সব ধরণের ক্রিকেট মিলেই এটাই তার সর্বোচ্চ ইনিংস। ৪২০ বলের ওই ইনিংসে ২৪ চার ও ৪ ছক্কা মারেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটেই এর আগে মালিক ২শ ছুঁতে পেরেছিলেন মাত্র একবার। পরের পাঁচটি ইনিংসের চারটিতেই অবশ্য ব্যর্থ হন মালিক, এগুলোতে তার রান যথাক্রমে ০, ২, ৭, ৩৮, ০। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অবশ্য আবারও জ্বলে ওঠেন মালিক। তবে এবার বল হাতে, ক্যারিয়ার সেরা বোলিং করতে ৩৩ রানে নেন চার উইকেট। এই অফ স্পিনারের আগের সেরা বোলিং ছিলো ৪২ রানে চার উইকেট।