স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ কুষ্টিয়ার দুজনকে ১১ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের হাজরাহাটি মোড় থেকে তাদের আটক করে।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের পৌর এলাকার হাজরাহাটি মোড় থেকে কুষ্টিয়া কুমারখালী থানার চাদঁপুর ইউনিয়নের জঙ্গলী গ্রামের গোলাম রহমানের ছেলে বিপুল (৩৫) ও একই গ্রামের মহাব্বত আলীর ছেলে আফাজকে (৩৫) ১১ পিচ ইয়াবা ও একটি হিরোহোন্ডা ১০০ সিসি মোটরসাইকেলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম, এএসআই, রফিক ও এএসআই তরিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের হাজরাহাটি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আজ বুধবার তাদের বিরুদ্ধে মামলাসহ আদালতে সোপর্দ করা হবে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।