গাংনীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু’র পদত্যাগ

???????????????????????????????

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের পর পর দুবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে চেয়ারম্যান পদ থেকে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার বিষয়টি দেখিয়েছেন। তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে আগামী পৌর নির্বাচনে গাংনী পৌরসভার মেয়র পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হয়েছে। ২০০৩ সাল থেকে সাহারবাটি ইউনিয়ন পরিষদে দুবার চেয়ারম্যান নির্বাচিত হন আসাদুজ্জামান বাবলু। এলাকায় রয়েছে তার জনপ্রিয়তা। আগামী পৌর নির্বাচনে জয়ের লক্ষ্যে আসাদুজ্জামান বাবলুকে সামনে আনতে চাইছে বিএনপি। দলীয় একাধিক সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এ কারণে তিনি পদত্যাগ করেছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা তাকে মেয়র পদের যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। এদিকে আসাদুজ্জামান বাবলুর পদত্যাগের মধ্যদিয়ে গাংনী পৌর নির্বাচনে এক নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিভিন্ন দলের রাজনীতি সংশ্লিষ্টরা।

???????????????????????????????
???????????????????????????????