জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের আঁশতলাপাড়ার জহিরুলকে (৫০) আটক করেছে। এ সময় তার বাড়ি থেকে পুলিশ একটি অবৈধ এয়ারগান উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
থানাসূত্রে জানা যায়, জীবননগর আঁশতলাপাড়ার করিম বকসের ছেলে জহিরুল ইসলাম শহরের কেবি মার্কেটে হুড ও মোরসাইকেলের সিটকভার তৈরির কাজ করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ খবর পান জহিরুলের বাড়িতে একটি অত্যাধুনিক এয়ারগান রয়েছে। গোপন এ সংবাদের ভিত্তিতে তিনি এসআই আবুল হাশেমকে ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নিদের্শ দেন। রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই আবুল হাশেম জহিরুলকে আটকসহ তার বাড়ি হতে একটি অত্যাধিনুক এয়ারগান উদ্ধার করে। কেন এবং কি উদ্দেশে সে বাড়িতে এ অস্ত্র রেখেছে সে ব্যাপারে জহিরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।