স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার ভুলটিয়া শেখপাড়া একটি চায়ের দোকান থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে রাতে রিয়াজুল নামের এক যুবককে উঠিয়ে নিয়ে যায়। তিনদিন অতিবাহিত হলেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। চুয়াডাঙ্গা সদর থানাসহ স্থানীয় পুলিশক্যাম্প তরফ থেকে জানানো হয় রিয়াজুল নামের কোনো যুবককে আটক করা হয়নি।
জানা গেছে, গত ২৮ অক্টোবর চুয়াডাঙ্গার ভুলটিয়া শেখপাড়া গ্রামের মো.শাহাবুদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল হক (২৯) প্রতিদিনের মতো ইটভাটার কাজ শেষে রাতে গ্রামের একটি চায়ের দোকান বসে টেলিভিশন দেখছিলেন। রাত সাড়ে ৮দিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৪/৫ জন রিয়াজুলকে দোকান থেকে উঠিয়ে নিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা ও স্থানীয় পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয় রিয়াজুল নামের কাউকে আটক করা হয়নি। এদিকে গ্রামবাসী বলছে, প্রশাসনের কাছে রিয়াজুল হকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে। যে কারণে রিয়াজুল নিজেই আত্মগোপন করেছে না, পুলিশ তাকে আটক রেখেছে এ নিয়ে ভুলটিয়া গ্রামে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।