দর্শনা হল্টস্টেশনে পরস্ত্রীর ঘরে ঢুকে ফিসফাস : বেরসিক জনতার হাতে রাজু পাকড়াও

দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশন এলাকায় পরস্ত্রীর সাথে রঙ্গলীলা করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়লো দর্শনা পুরাতন বাজারপাড়ার রাজু। বেরসিক জনতার হাতে ধরা পড়ে গণধোলাই শেষে দেয়া হয়েছে পুলিশে। দর্শনা পুরাতন বাজারপাড়ার কেরুজ আলোচিত ক্যাশিয়ার নাসির উদ্দিনের ছেলে রাজু হল্টস্টেশনপাড়ার আলমসাধুচালক শরিফুল ইসলামের স্ত্রী ২ সন্তানের জননী লিমার সাথে পরকীয়া প্রেমেসম্পর্ক গড়ে তোলে। শরিফুল বাড়িতে না থাকার সুযোগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চুপিচুপি লিমার ঘরে ঢোকে রাজু। রাজু ও লিমা রঙ্গলীলায় মত্ত থাকাকালে মহল্লার বেরসিক জনতার হাতে ধরা পরে। দুজনকে দেয়া হয় উত্তমমধ্যম। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সিরাজুল ইসলাম। আপস-মীমাংসা প্রক্রিয়া না হওয়ায় অবশেষে রাজুকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে অভিযুক্ত রাজু নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, মহল্লার লোকজন শত্র“তামূলকভাবে আমার সম্মানহানির অপচেষ্টা করছে।