চুয়াডাঙ্গায় ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পান্না সিনেমাহল প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ আজ শুক্রবার সকালে সম্পন্ন হচ্ছে। গত সোমবার বিকেলে উদ্বোধনের পর থেকে গত তিনদিন মনোরম পরিবেশে চলমান মহানামযজ্ঞানুষ্ঠানে উপচেপড়া ভিড় লক্ষণীয় হয়ে উঠেছে। মহানামযজ্ঞে মানিকগঞ্জের শান্তি নিকেতন সম্প্রদায়, খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, শিশু কৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জের রাধে শ্যাম সম্প্রদায়, মাগুরার নববিশ সম্প্রদায়, চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘ সম্প্রদায় এবার অংশগ্রহণ করে। এছাড়াও রয়েছে গোষ্ঠ পরিবেশনা। ফরিদপুরের ১৬ বছরের শিশু শ্রী শ্রী রাধা মাধব সম্প্রদায়।

এ দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতরাত সাড়ে ৯টায় বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ কুমার আগরওয়ালার নিমন্ত্রণে মহানামযজ্ঞ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, অর্থসম্পাদক রিমন হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহসম্পাদক রাজু আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক যুগ্মসম্পাদক মনিরুজ্জামান মনি, কলেজ ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, সদস্য খালিদ মাহমুদ, থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম, শিমুল, অভি, রানা, মানা, টোকন, লাড্ডু, বাপন, রাজন, গাজী, লিখন, মাসুম, রাকিব, রুবেল, রানা, বেজিও, শুভ, রেজওয়ান, সোহাগ, রমজান, সাদ্দাম, ফিরোজ, যুবলীগ নেতা রিন্টু জোয়ার্দ্দার, লেবু, লিপ্টন, সুমন, মিঠুন কুমার, স্বপন, নয়ন, সিকদার, আসাদ, মুন্না প্রমুখ।