গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও করমদি গ্রামে পৃথক অভিযানে ৭৬ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে হাড়াভাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লাভলু হোসেনকে (২৮) ফেনসিডিলসহ এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে করমদি গ্রামের তুষার হোসেনকে (২৩) পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, গত বুধবার রাতে হাড়াভাঙ্গা মাঠের রাস্তা দিয়ে ফেনসিডিলের একটি চালান বামন্দীর পথে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৭৬ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে গতকাল বিকেলে করমদি গ্রামের সাব্বান আলীর ছেলে মাদকব্যবসায়ী তুষারের বাড়িতে অভিযান চালায় বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় পাঁচ কেজি গাঁজাসহ তুষারকে গ্রেফতার করে পুলিশ। তিনজনের নামেই গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গতকাল আদালতে সোপর্দ করা হয়।