চুয়াডাঙ্গার জীবননগরে সেফটিক ট্যাংকিতে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৪

চুয়াডাঙ্গার জীবননগরে নির্মাণাধীন একটি বাড়ির পায়খানার সেফটিক ট্যাংকিতে পড়ে বাবা-ছেলেসহ চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যনাথপুর গ্রামের আকবর আলীর ছেলে প্রকৌশলী রুস্তম আলীর নির্মাণাধীন বাড়ির পায়খানার সেফটিক ট্যাংকির ছাদের কাঠ খোলার জন্য দুই জন শ্রমিক নীচে নামেন।

নীচে নেমে তারা অসুস্থতার কথা বললে ওপরে থাকা অপর দুই নির্মাণ শ্রমিক সুজনের বাবা আবুল হাশেম ও জুয়েল নীচে নামে। তারাও অসুস্থ হয়ে সেফটিক ট্যাংকির ভিতরে আটকে পড়ে।

এ সময় এলাকাবাসী সেফটিক ট্যাংকি ভেঙে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন- বৈদ্যনাথপুর গ্রামের নওশের আলী মণ্ডলের ছেলে জালাল উদ্দিন (৩০), আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মুনসুর আলীর ছেলে আবুল হাশেম (৪৮) ও তার ছেলে সুজন (৩০) এবং গঙ্গাদাসপুরের জামাত আলীর ছেলে জুয়েল (৩০)।

চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই এলাকাবাসী সেফটিক ট্যাংকি ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।