গাংনীতে গুটি ইউরিয়ার মাঠ পরিদর্শনে মহেশপুরের কৃষক

গাংনী প্রতিনিধি: ইউরিয়া সার সাশ্রয় ও ফলন বৃদ্ধিতে গুটি ইউরিয়া প্রয়োগে চাষিদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মেহেরপুর গাংনীর চেংগাড়ামাঠ পরিদর্শন করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষক ও কৃষি কর্মকর্তাবৃন্দ। আপি ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

চেংগাড়ামাঠে অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আপি-আইএফডিসি জেন্ডার স্পেশালিস্ট রুবিনা আক্তার ও ফিল্ড মনিটরিং অফিসার মিজানুর রহমান। গুটি ইউরিয়া ও এনপিকে গুটি প্রযুক্তি সব চাষিদের মাঝে ছড়িয়ে দিতে গুটি প্রয়োগে আবাদকৃত ধানক্ষেত পরিদর্শন করেন কৃষক ও কৃষি কর্মকর্তাবৃন্দ।

Leave a comment