ইংলিশ প্রতিরোধ ভেঙে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

মাথাভাঙ্গা মনিটর: খাদের কিনারায় দাঁড়িয়ে অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছিলো ইংল্যান্ডের লোয়ার অর্ডার। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৬.৩ ওভার বাকি থাকতে জয় তুলে নিয়েছে পাকিস্তান। দুবাই টেস্টে ১৭৮ রানের জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। নাটকীয়তায় ভরা সিরিজের প্রথম টেস্ট হয়েছিলো ড্র। পরাজয়ের শঙ্কাতেই শেষ দিন শুরু করেছিলো ইংল্যান্ড। দিনের প্রথম ভাগ দেখেছে অনুমিত চিত্রনাট্যের বাস্তবায়ন। ৩ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ৫৯ রানে অপরাজিত জো রুট আউট হন ৭১ রানে। দু পাক স্পিনার, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরের দারুণ বোলিংয়ের জবাব ছিল না ইংলিশ মিডল অর্ডারের। শেষ স্বীকৃত ব্যাটসম্যান বেন স্টোকস যখন আউট হলেন, ইংল্যান্ডের রান তখন ৭ উইকেটে ১৯৩। দিনের খেলার বাকি তখনও ৪১.৩ ওভার। তখন কে ভেবেছিলো, এই ম্যাচও ঊষর মরুতে ছড়াবে উত্তেজনার রেণু! এ ম্যাচেরও মীমাংসা দিনের শেষ বেলায়!

আট নম্বরে নেমে আদিল রশিদ প্রতিশোধ গড়ে তোলেন স্টুয়ার্ট ব্রডকে নিয়ে। লোয়ার অর্ডারে ব্যাট করলেও অবশ্য দুজনের ব্যাটের হাত মন্দ নয়। ব্রড তো টেস্টে ১৬৯ রানের ইনিংসও খেলেছেন। আর ইংলিশ কাউন্টিতে রশিদের পরিচয় অলরাউন্ডারই, প্রথম শ্রেণির ক্রিকেটে শতক আছে ১০টি। তবে তারপরও টেস্টের শেষ দিনে দুর্দান্ত স্পিন আক্রমণের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা অনেক বড় ব্যাপার। অষ্টম উইকেটে দুজন ৬০ রানের জুটি গড়েছেন ১৫ ওভার উইকেটে থেকে। দুর্দান্ত এক ইনসুইঙ্গিং ইয়র্কারে ব্রডকে (৩০) ফিরিয়ে এ জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ। তখনও বোঝা যায়নি নাটকের বাকি আছে আরও। নবম উইকেটে পেসার মার্ক উডকে নিয়ে আরও কঠিন প্রতিরোধ গড়ে তোলেন রশিদ। ওভারের পর ওভার কাটিয়ে দিতে থাকেন দুজন। পাকিস্তানের সব প্রচেষ্টা মুখ থুবড়ে পড়তে থাকে দুজনের প্রতিরোধের দেয়ালে। প্রায় দুই ঘণ্টা উইকেটে কাটিয়ে দেন তারা।

শেষ পর্যন্ত পাকিস্তানকে স্বস্তি দেন জুলফিকার বাবর। ৯৫ বল খেলে ফেলা উড (২৯) আউট হন স্লিপে ক্যাচ দিয়ে। নবম উইকেটে রশিদের সঙ্গে তার জুটি ছিলো ৫৫ রানের। তার চেয়েও গুরুত্বপূর্ণ, উইকেট ছিলেন দুজন ২৯.২ ওভার! দ্বিতীয় টেস্ট খেলতে নামা রশিদ ততক্ষণে করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। জেমস অ্যান্ডারসনের সাথে শেষ জুটিতেও প্রায় ৫ ওভার কাটিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত আশা দেখানো রশিদের ধৈর্য্যচ্যুতিতেই শেষ হয়েছে ইংল্যান্ডের ড্রয়ের আশা। ইয়াসির শাহর ফ্লাইটেড বলে ড্রাইভ করতে গিয়ে রশিদ (৬১) ক্যাচ দিলেন কাভারে বাবরের হাতে। নিজেদের প্রথম টেস্ট জয়ের ৬৩ বছর পূর্তির দিনে পাকিস্তান পেল স্মরণীয় এক জয়। ৪৭ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাবর। আর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। প্রথম ইনিসে ৪ উইকেট নেয়া ওয়াহাব রিয়াজ দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছেন একটিই। তবে ম্যাচে সামগ্রিক প্রভাবের বিবেচনায় ম্যান অব দ্য ম্যাচ রিয়াজই। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী রোববার থেকে শারজায়।