যশোরে প্রতিমাবাহী ট্রাকের ধাক্কায় আহত একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: প্রতিমা বিসর্জনের ট্রাকে চাপা পড়ে যশোরে গুরুতর আহত তিন বাদ্যযন্ত্রীর মধ্যে অমিতোষ ঘটক নামে একজন মারা গেছেন। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান। গুরুতর আহত আরেক বাদ্যযন্ত্রী বিদ্যুৎ ঘটককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র লালদিঘির পূর্বপাড়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহত তিনজনেরই বাড়ি নড়াইলের তুলারামপুর বড়মিনতা গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিজয়া দশমীতে লালদিঘিতে বিসর্জনের জন্যে যশোর শহরের বকচর কালীমন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতিমা নিয়ে একটি ট্রাকযোগে (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯১৬) আসছিলো। লালদিঘির পূর্বপাড়ে সে সময় আরো কয়েকটি দল বিসর্জনের অপেক্ষায় বাদ্যযন্ত্র নিয়ে অবস্থান করছিলো। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাদ্যযন্ত্রীদের গায়ের ওপর উঠে গেলে অমিতোষ ঘটক (৫০), বিদ্যুৎ ঘটক (৪০) ও অবনী সেন (৩০) গুরুতর আহত হন। আহতদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদ সে সময় জানিয়েছিলেন, তাদের চিকিৎসা চলছে। আহত তিনজনের অবস্থা সঙ্কটাপন্ন।
রাত ১০টার দিকে আহত অমিতোষ ঘটক ও বিদ্যুৎ ঘটককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার আগেই রাত ১০টা ৪০ মিনিটে অমিতোষ ঘটক মারা যান। বিদ্যুৎ ঘটককে রাত ১০টার পর ঢাকার উদ্দেশে নেয়া হয়।