আলমডাঙ্গার জগন্নাথপুরে যুবলীগের ক্লাব ভাঙচুরের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার জগন্নাথপুরে যুবলীগের ক্লাব ভাঙচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গাঙপাড়ায় নতুন করে যুবলীগের ক্লাবঘর তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই ক্লাবঘর কে বা কারা ভেঙে দেয়। এ ঘটনা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে রেফাউল ইসলামের নেতৃত্বে কতিপয় ব্যক্তি ঘটিয়েছে অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মসম্পাদক মিনারুল ইসলাম রাজা।