মাথাভাঙ্গা মনিটর: অধিনায়ক মিসবাহ-উল-হকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৮২ রান তুলেছে পাকিস্তান। দিন শেষে ১০২ রানে অপরাজিত আছেন মিসবাহ। এছাড়া ইউনিস খান ৫৬ ও শান মাসুদ ৫৪ রান করেন। দুবাইয়ে টস ভাগ্যে জয় পান পাকিস্তান দলপতি মিসবাহ। তাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা নিতে কার্পণ্য করেননি তিনি। টুকটুক মিসবাহর ছক্কার রেকর্ড, মিসবাহর সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম দিনটি পাকিস্তানের। দিন শেষে রান ৪ উইকেটে ২৮২।