দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পদক্ষেপ নামের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ফলক উন্মোচনের মাধ্যমে ওই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, মহাসিন আলী, শেখ আসলাম আলী তোতা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আশরাফুল আলম, শিক্ষক আশরাফুল হক, আব্দুর রাজ্জাক, আশরাফুল আলী, আবুল কালাম, মিজানুর রহমান, লিটু মিয়া, সাজ্জাদ হোসেন, তাসমিমা আক্তার টনি, নূর জাহান খাতুন, সীমা সুলতানা, রুহিনী আক্তার, মিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আ. মান্নান, মোখলেছুর রহমান, ইউনুচ আলী, মতিয়ার রহমান মতি, হাশেম মেম্বার, রাশেদুল মেম্বার, খোকন মেম্বার, লিটন মেম্বার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরো বলেন, বর্তমান সরকার যখন এ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে উন্নয়নমূলক নানামুখি পদক্ষেপ গ্রহণ করে চলেছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত বিদেশিদের হত্যার মাধ্যমে নতুন চক্রান্ত শুরু করেছে। পরাজয়ের ভয়ে ভোটে অংশ না নিয়ে বিদেশিদের কাছে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট করে পেছনের পথ দিয়ে ক্ষমতায় আসার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। যারা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশের ক্ষতি করতে পারে তারা দেশের শত্রু, জনগণের শত্রু। বিএনপি-জামায়াতের সকল চক্রান্ত রুখে দিতে তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকারও আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এম নুরুন্নবী।