স্টাফ রিপোর্টার: রাজধানীর গাবতলীতে তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই খুন হয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে গতরাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম ইব্রাহিম মোল্লা (৪০)। তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন। গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকি বসানো হয়েছিলো। সেখানেই এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ূম উজ্জামান বলেছিলেন, তিনজন হেঁটে আসছিলো। তাদেরকে তল্লাশির সময় এক যুবক ছুরি মেরে পালিয়ে যায়। এএসআই ইব্রাহিমকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজমর্গে পাঠানো হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা কাইয়ূম উজ্জামান জানান। পরে অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমেদ বলেন, তল্লাশি চৌকিতে দুজনকে আটকানো হয়েছিলো। একজন দৌড় দিলে কর্তব্যরত কনস্টেবল তাকে জাপটে ধরে ফেলেন। অন্যজনের হাতে একটি ব্যাগ ছিলো। তাকে পাশে দাঁড় করিয়ে ব্যাগ তল্লাশির সময় নিচু হতেই সে এএসআই ইব্রাহিমের বুকে ছুরি মেরে পালিয়ে যায়। গ্রেফতার যুবকের নাম পরিচয় কিছু জানা যায়নি। তারা কোথা থেকে এসেছে, তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, এ যুবক মাদকাসক্ত। এখনও সে মাদকে আচ্ছন্ন। সে একেকবার একেক কথা বলছে। ওই যুবককে দারুস সালাম থানায় নেয়া হয়েছে। গত মাসের শেষে গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা খুন হওয়ার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে দুর্গাপূজা শুরুর পর আরও কড়াকড়ি আনা হয় নিরাপত্তায়। বিভিন্ন স্থানে সড়কে চৌকি বসিয়ে চলছে তল্লাশি। এর মধ্যেই ঢাকার প্রবেশমুখ গাবতলীতে হামলার শিকার হয়ে মারা গেলেন এএসআই ইব্রাহিম।