দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী (৪৮) সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের টিনব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুড়াপাড়া নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো-চ-১৫-৩৪৯৭) একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মোটরসাইকলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে পিচরোড়ে আছড়ে পড়েন এবং গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে করিমনযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।