Untitled

মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আর নেই। বার্ধক্যজনিত কারণে গত বুধবার বিকেলে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদার তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কাজিপুর ফুটবলমাঠে গার্ড অব অনার প্রদান করে। পুলিশের একটি চৌকস দল। রাষ্ট্রের পক্ষে অভিবাদন গ্রহণ করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। পরে তার নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার এবং জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, গাংনী উপজেলা কমান্ডার মুন্তাজ আলী, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কমান্ডার দবির উদ্দীন, সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, জেলা ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মকলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ মহন, মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সহদফতর সম্পাদক আব্দুল আলীম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান শিপু, সৈনিকলীগের সহ সভাপতি জিয়াউল হক জিয়া ও প্রগতি ক্লাবের সভাপতি মজনুসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং মুক্তিযোদ্ধাবৃন্দ ।