স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মিনিস্টার ফ্রিজ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকালের খেলায় চুয়াডাঙ্গা রেলপাড়া তানজিম স্মৃতি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে আদিত্য ক্রীড়াচক্রকে পরাজিত করে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে গোল ২টি করেন শামীম ও নাঈম । এ জয়ের মাধ্যমে তানজিম স্মৃতি টানা ৪ ম্যাচে জয়লাভ করলো। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, ফুটবল উপকমিটির আহ্বায়ক শহিদুল কদর জোয়ার্দ্দার, নাসির আহাদ জোয়ার্দ্দার, বদর খান, মহসিন রেজা, সাবেক ফুটবলার রেজা হোসেন জোয়ার্দ্দার, ক্লাবের সভাপতি বিপুল শরীফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, মেন্টর সোহেল, ম্যানেজার রাজন হাসান, সহকারী ম্যানেজার জসিম, কোচ মিশু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি, রেজাউল হক রিজু, অজিজুল হক শীল ও মাসুদুর রহমান খোকন। আজ একই মাঠে মুখোমুখি হবে ইমা স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।