জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে ইসারুল ইসলাম মিল্টনকে সভাপতি ও সেকেন্দার আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতরাতে মেলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দৌলৎগঞ্জ-মাজদিয়া আইসিপি রোড এলাকায় গতকাল বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে ধাবিত হচ্ছে। বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়। আমাদের দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুতসহ প্রত্যেকটি বিভাগে বর্তমান সরকার সাফল্য লাভ করেছে। জাতিসংঘ হতে আর্থ পুরস্কার জিতে দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দিনের কাণ্ডারি যুবলীগকে দেশ গড়ার উপযোগী হয়ে গড়ে ওঠার জন্য আহ্বান জানান তিনি। দুপুর ১২টায় জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আ. সালাম ঈশা আনুষ্ঠানিকভাবে ত্রিবার্ষিক এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আ. লতিফ অমল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম ও সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা।
সীমান্ত ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শুকুর, যুবলীগ নেতা মজিবর রহমান, খায়রুল বাশার শিপলু, শাহ আলম শরিফুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন জালাল, সাবেক ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন কবির, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, যুবলীগ নেতা আশাবুল ইসলাম মিল্টন, সেকেন্দার আলী ও আব্দুল কাদের প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সীমান্ত ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটিতে সভাপতি মো. ইসারুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, সহসম্পাদক মফিজুল ইসলাম, নূর মোহাম্মদ খেজের মণ্ডল ও আব্দল কাদেরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে জানানো হয়েছে।