দামুড়হুদার মুন্সিপুর-জগন্নাথপুর সীমান্তে পতাকা বৈঠক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর-জগন্নাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফর মাঝে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিপুর ৯৩/৬ আর পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষে মুন্সিপুর ক্যাম্পের বিওপি কমান্ডার আব্দুল কুদ্দুস। অন্যদিকে ভারতের ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে হাটখোলা ক্যাম্পের কমান্ডার এসআই ডুবু। অপরদিকে সকাল ১০টার দিকে জগন্নাথপুর ৯৬ পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষে জগন্নাথপুর ক্যাম্পের বিওপি কমান্ডার মিন্টু সরকার। অন্যদিকে ভারতের ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে গোংরা ক্যাম্পের কমান্ডার এসি জিভিএস কৃষ্ণা।