দামুড়হুদা উপজেলার ৪৫ শিক্ষা প্রতিষ্ঠান উপবৃত্তি পাচ্ছে না

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মাদরাসা ও মাধ্যমিক স্তরের প্রায় ৪৫ শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছর যাবত উপবৃত্তির টাকা পাচ্ছে না। তালিকাভুক্ত উপবৃত্তি সুবিধাভোগী ছাত্রছাত্রীরা সরকারি অনুদানের টাকা না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ালেখায় অমনোযোগী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন শিক্ষানুরাগী সচেতন মহল। বর্তমান সরকার শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ সৃষ্টি করে ঝরে পড়া প্রবণতা প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে সরকার ৩০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রের উপবৃত্তির আওতায় এনে উপবৃত্তি প্রদানের প্রকল্প বাস্তবায়ন করে। কিন্তু গত দেড় বছর ধরে অজ্ঞাত কারণে এ উপজেলার ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা পাচ্ছে না।

দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবির জানান, ইতোপূর্বে রূপালী ব্যাংক থেকে উপবৃত্তির টাকা প্রদান করা হতো। সম্প্রতি এ উপবৃত্তি প্রকল্প ডাচ বাংলা ব্যাংকে হস্তাস্তর করায় তারা আনুসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে উপবৃত্তির টাকা প্রদানে বিলম্ব হচ্ছে। তিনি আরো বলেন, সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করলেও কখন টাকা দেয়া হবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।