স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত কোটালী গ্রামের রিপনকে ডাকাতি চেষ্টা মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর দিকে পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপনের কাছ থেকে ২টি মোবাইলফোন উদ্ধার করেছে। রিপনের সহযোগীদের গ্রেফতারে পুলিশ রয়েছে তৎপর।
জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই শফিকুল ইসলাম, হিজলগাড়ি ক্যাম্প পুলিশের এএসআই মুহিতুর রহমান মুহিত গোপন তথ্যের ভীত্তিতে বিশেষ অভিযান চালান। এ সময় পুলিশ হিজলগাড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের দর্শনাপাড়ার আলতাব হোসেনের ছেলে ডিবি পুলিশ পরিচয়দানকারী আব্দুল হামিদ ওরফে রিপনকে (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপনের স্বীকারোক্তিতে গত রোববার কোটালী-দর্শনা সড়কে দিনের বেলায় ছিনতাই করা ২টি মোবাইলফোন উদ্ধার করে পুলিশ। রিপনের নিকট থেকে ছিনতাইয়ের মোবাইলফোন উদ্ধার করা হলেও তাকে গতকাল ডাকাতির চেষ্টা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। রিপন গ্রেফতারের পর থেকে তার অপকর্মের বিভিন্ন তথ্য উঠে এসেছে বলে পুলিশ জানায়। এদিকে রিপন গ্রেফতারের পর থেকে তার সহযোগী বেগমপুর কলোনিপাড়ার শাহীন, কোটালী গ্রামের মোস্ত, হাছান, সাইফুল দিয়েছে গাঢাকা। রিপনকে আরও পুলিশি জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য জানতে পারবে বলে ভুক্তভোগী মহল মনে করছে। এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই বজলুর রহমান বলেন, গ্রেফতারকৃত রিপন সম্পর্কে নানা তথ্য আসছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।