ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জেল

স্টাফ রিপোর্টার: সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। একইসাথে আদালত খোকা অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে, ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সাদেক হোসেন খোকাকে পলাতক দেখানো হয়েছে। খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। রায়ের প্রতিক্রিয়ায় সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, আমি পলাতক নই। উচ্চ আদালতের অনুমতি নিয়ে ক্যান্সারের চিকিত্সার জন্য বিদেশে আছি। চিকিত্সকরা জানিয়েছেন, টানা চিকিত্সা করাতে হবে। এ কারণে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে। আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের কাছে ৬ মাসের সময় চেয়েছিলাম। আমাকে সেই সময় এমনকি আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ দেয়া হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতে এবং আগামী নির্বাচন থেকে দূরে রাখতে তাড়াহুড়ো করে এ মামলার রায় দেয়া হয়েছে।