স্টাফ রিপোর্টার: আগামী ১৫ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হবে। এবার ৪০ শতাংশ এলাকাভিত্তিক শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। তবে সারাদেশে এ নীতিমালা আগামী বছর থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নীতিমালা সংক্রান্ত এক বৈঠকে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। ভর্তি কোটায় দু শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের জন্য দু শতাংশ কোটা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে স্থানীয় পর্যায়ে ৪০ শতাংশ কোটা সংরক্ষণের সুপারিশ করা হয়। তবে শিক্ষামন্ত্রী বৈঠকে না থাকায় মাউশির পাঠানো এ প্রস্তাবটি অনুমোদন হয়নি। অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এলাকা কোটা পদ্ধতি মেনে শিক্ষার্থী ভর্তি করা হবে। সূত্র জানায়, ৪০ শতাংশ কোটা পদ্ধতি আপাতত রাজধানীর স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রয়োগ করা হবে। পরবর্তীকালে পর্যায়ক্রমে তা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে। বৈঠকে সকল মহানগর ও জেলা সদরের সরকারি স্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম বাধ্যতামূলক করা হয়। জেলা প্রশাসক এটি তত্ত্বাবধান করবেন। শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি নীতিমালা আকারে পরিপত্র জারি করা হবে।