সুফিয়া কামাল ফেলো ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের উপজেলা প্রশাসনের মতবিনিময়

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গায় সুফিয়া কামাল ফেলো ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের উপজেলা প্রশাসনের সাথে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গতকাল সোমবার সুফিয়া কামাল ফেলো, ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তাদের উপজেলা প্রশাসনের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সিডিএফ ও স্টেপসের সহযোগিতায় মতবিনিময়সভায় আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া কামাল ফেলো সদস্য শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জিসিএ’র সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, সুফিয়া কামাল ফেলো সদস্য জাহানারা খাতুন, নাসিমা খাতুন, ইউনিয়ন উডিসি ইমদাদুল হক, রিপন হোসেন, কামরুল হাসান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশার সহ সমন্বয়কারী আসাদুজ্জামান।