দর্শনা অফিস: দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের বছর ব্যাপি শতবর্ষ পূর্তি উৎসবের ব্যপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। চলছে প্রস্তুতি। সভা-সমাবেশ, খেলাধুলাসহ যাতবীয় প্রস্তুতি নিচ্ছে স্ব স্ব কমিটির নেতৃবৃন্দ। আগামী বছরের ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি তিন দিনব্যাপি মহাউৎসবকে স্মরণীয় করে রাখতে দেশ ও বিদেশে খ্যাতিমান ব্যাক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। এরই মধ্যে ভারতের জীবনমুখি কন্ঠশিল্পী নচিকেতাকে নিমন্ত্রণসহ গান গাইবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১১ আক্টোবর ভারতের কোলকাতা বেলগাছিয়া শালবনি ভবনে নচিকেতাকে নিমন্ত্রণ ও অনুষ্ঠানে গান পরিবেশন নিশ্চিত করতে উৎযাপন কমিটির ২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল যান। উৎসব কমিটির সমন্বয়কারী গোলাম ফারুক আরিফের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে ছিলেন, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু।
দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে গান গাইবেন ভারতের জীবনমুখি গায়ক নচিকেতা
