চুয়াডাঙ্গার ফুলবাড়িতে যুব উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

VLUU L100, M100 / Samsung L100, M100

ডিঙ্গেদহ প্রতিনিধি: যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে মোবাইল সার্ভিসিঙের ওপর ৭ দিনব্যাপি প্রশিক্ষণ গতকাল রোববার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। ফুলবাড়ী পুলিশিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস কোর্স কোঅডিনেটর আসাদুজ্জামানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন পুলিশিং কমিটির সভাপতি ইউপি সদস্য ছাদেক আলী, পুলিশিং কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।