ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের আমতলা নামক স্থানে তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় আলমসাধুর ধক্কায় নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোফাজ্জল হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেসমত গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর জানান, সন্ধ্যা ৬টার দিকে আমতলা বাজারে রাস্তা পার হওয়ার সময় আলমসাধু ধাক্কা দিলে তোফাজ্জল ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।