চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান রেকটিফাইড স্পিরিটসহ বোয়ালমারি আব্দুস সালাম আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধি অভিযান চালিয়ে ৩৩ প্যাকেট রেকটিফাইড স্পিরিটসহ মাদকব্যবসায়ি বোয়ালমারি গ্রামের আব্দুস সালামকে আটক করেছে। গতকাল বিকেলে আলমডাঙ্গার গড়গড়ি আউয়াল মোড় থেকে আটক করা হয়। সালামকে মামলাসহ আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গার গড়গড়ি আউয়াল মোড়ে মাদকবিরোধি অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রিকালে গড়গড়ি গ্রামের আব্দুস সাত্তারের ঘরজামাই আব্দুস সালামকে ৩৩ প্যাকেট রেকটিফাইড স্পিরিটসহ আটক করে। প্রতিটি পলিথিনের প্যাকেটে ১শ গ্রাম করে মোট ৩ কেজি ৩শ গ্রাম রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। আব্দুস সালাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের নবিছদ্দিনের ছেলে। সংশ্লিষ্ট মামলায় আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ছবি, স্পীটব্যবসায়ী সালাম।