নানা কর্মকাণ্ডে ব্যস্ত দিন পার করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মনজু

স্টাফ রিপোর্টার: নানা কর্মকাণ্ডে গতকাল শুক্রবার ব্যস্ত দিন পার করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। গতকাল তিনি সদর উপজেলার ৬২নং আড়িয়া গ্রামের জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এরপর মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এরপর তিনি জীবননগর উপজেলার কুলতলা গ্রামের আওয়ামী লীগ নেতা রবির পিতা মনিরুজ্জামান ওরফে সুন্দর মোল্লার জানাজায় অংশ নেন। জানাজা শেষে আন্দুলবাড়িয়া বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়ার আওয়ামী লীগ নেতা লিটন মীর্জা।
আন্দুলবাড়িয়া বাজারে মতবিনিময় শেষে মনজু দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামে থানা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি শওকত খানের জানাজায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, উপজেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, মহসীন আলী, ফরজ আলী, মাসুদ মেম্বার প্রমুখ।

Leave a comment