দামুড়হুদা ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী খাঁন আর নেই

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের নির্বাচিত প্রথম চেয়ারম্যান গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত আলী খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০১ বছর। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বিকেলে চিৎলা-গোবিন্দহুদা ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি গোবিন্দহুদা জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নির্মাণসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা পালন করেন।

দামুড়হুদা সদর ইউনিয়নের নির্বাচিত প্রথম চেয়ারম্যান (১৯৭০-১৯৭৩) এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি শওকত আলী খাঁনের রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, সেলিম উদ্দিন বগা, রবিউল হোসেন শুকলালসহ এলাকার মানুষ মরহুমের নামাজে জানাজায় অংশ নেন।