দর্শনা নিমতলা বিজিবির মাদকবিরোধী অভিযান ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক ২

 

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ২ মাদককারবারীকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত বুধবার রাত ১টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক হাজি কাজী আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উথলী কলেজ গেটের সামনে। এ সময় বিজিবি সদস্যরা আটক করেন জীবননগর নতুন তেঁতুলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আকরাম হোসেন (২২) ও একই এলাকার মুক্তারপুর গ্রামের আ. রহমানের ছেলে সম্রাট হোসেনকে (২১)। বিজিবির পক্ষ থেকে বলেছে, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬ বোতল ফেনসিডিল ও ৫০ সিসি একটি মোটরসাইকেল। বিজিবি সদস্যরা আকরাম ও সম্রাটকে ফেনসিডিল এবং মোটরসাইকেলসহ আটক করতে পারলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার রমজানের ছেলে রহিম ও ও গাফফার। এ ঘটনায় কাজী আব্দুল হান্নান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আটককৃত ২ জনসহ ৪ জনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।